Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 এক নজরে

খাদ্য মন্ত্রণালয়ের অধীন জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর, ফেনী ১৯৮৪ সালের ১লা মার্চ হতে জেলার উৎপাদিত খাদ্যশস্যের (চাল/ধান/গম) মজুদ গড়ায় একক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। খাদ্য বিভাগের প্রশিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন খাদ্য পরিদশর্ক, কারিগরী খাদ্য পরিদশর্ক, উপ-খাদ্য পরিদশর্ক ও  সহকারী উপ-খাদ্য পরিদশকর্সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারী নিয়ে সু-সংগঠিত খাদ্য বিভাগ এখনো তার স্ব-মহিমায় উজ্জল। সারা  বাংলাদেশে প্রতিটি উপজেলায় খাদ্য বিভাগের এক বা একাধিক খাদ্য গুদাম আছে। অত্র বিভাগের অধীনে ৬টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর এবং ৬টি এলএসডি রয়েছে। ৬টি এলএসডিতে মোট ২২টি গুদাম  রয়েছে। যার মোট ধারণ ক্ষমতা ১২৭৫০ মে.টন।